সরকারের জবাবদিহিতা : মাধ্যম হল "বাজেট"

জাগো নিউজ ২৪ এএইচএম খায়রুজ্জামান লিটন প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ১২:২৭

সরকারের প্রধান কাজ হল, রাজস্ব আদায় করা। তবে জনশ্রেণির জন্য নাগরিক সুবিধাদি প্রদান করার ধারাবাহিকতা রক্ষা করেই সরকার তা প্রত্যাশা করতে পারে। নচেৎ, এই অঞ্চলের তথা বাংলাদেশের মানুষ কর প্রদানে প্রস্তুত থাকে না। গেল পনের বছরে একজন শেখ হাসিনার অর্থনৈতিক জ্ঞানমনস্ক চরিত্র হয়ে পড়া এবং আবুল মাল আব্দুল মুহিত, আ হ ম লোটাস কামালদের দূরদৃষ্টি, বাংলাদেশকে দিকভ্রষ্ট করেনি।


বৈশ্বিক পর্যায়ে রাজনৈতিক অপতৎপরতা, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান প্রভাবে চাপ অনুভব করলেও অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ে লক্ষ্য হারায়নি বাংলাদেশ। সূত্রমতে, ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন। বাজেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার।"


এদিকে সরকারের জবাবদিহিতা; মাধ্যম হিসাবে প্রধানত "বাজেট" কে দেখার সুযোগ আছে। উন্নত দেশের শাসকেরা এও বলে থাকেন যে, "সরকারি খরচে স্বচ্ছতা দরকার। আমাদের প্রতিটি সরকারি খরচ অনলাইনে রাখতে হবে যাতে করে জনমানুষেরা দেখতে পারে যে তাদের করের অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে।"


আমরাও একটা সময় এমন পর্যায়ে চলে যেতে পারব বলে মনে করার সুযোগ আছে। এখানেই জনশ্রেণির সাথে সু শাসকের সম্পর্ক নিশ্চিত হয়। যদিও আমরা ইউরোপের মত করে পুরোপুরিভাবে কর আদায় করেই সরকারের আয়-ব্যয় দেখভাল করছি না। এবার অবশ্য আগামী অর্থবছরে চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে ১৭ শতাংশ বেশি রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us